আপনার Android মোবাইলে চার্জ কম থাকে? ৮ টি টিপস আপনার জন্য। আমাদের প্রায় সবার এই সমস্যা, আজই নিয়ে নিন মুক্তি। .
১.Live wallpaper ব্যবহার
করবেন না।
.
২.মোবাইলে Homesceen এ
বেশি widgets ব্যবহার
করবেন না ।
.
৩.চার্জ 25 এর কম হলে চার্জ
দিবেন।
.
৪.কখনো চার্জ দিয়ে মোবাইল
চালাবেন না ,তাহলে মোবাইলের
ব্যাটারির উপর প্রভাব পড়বে।
.
আর কখনওই একবারে চার্জ শেষ
করবেন না বা অতিরিক্ত চার্জ
দিবেন না নাহলে ব্যাটারির
উপর খারাপ প্রভাব পড়বে ।
.
৫.আপনার ডাউনলোড করা apps গুলো যদি রানিং এ থাকে তাহলে তাহলে সেগুলো স্টপ করবেন যেভাবে করবেনঃ
.
Go to Settings →Application→ru
.
হলে মোবাইল অপ করে অন
করবেন তাহলেই ঠিক হয়ে যাবে।
.
৬.কখনওই কোন apps কে হোম বাটন টিপ দিয়ে বের হবেন না ।
.
তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ
চলতে থাকবে। আপনি exit করে
বের হবেন।
.
৭.মোবাইলের স্ক্রিন উজ্জ্বলতা
কমিয়ে রাখবেন।
.
৮.ওয়াইফাই,অটো রোটেশন,ব্লুতুথ
সবসময় অন না রাখাই ভালো।
এভাবে নিয়ম মেনে চললে আপনি
আপনার মোবাইলে চার্জ বাঁচাতে
পারবেন, ফলে সেটি বেশিক্ষন
টিকে থাকবে।
Comments
Post a Comment